ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

আইফেল টাওয়ারের পরিবর্তে নিজের মূর্তি চান ইব্রা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, মার্চ ১৪, ২০১৬
আইফেল টাওয়ারের পরিবর্তে নিজের মূর্তি চান ইব্রা! ছবি: সংগৃহীত

ঢাকা: বয়স আটকাতে পারেনি জ্লাতান ইব্রাহিমোভিচের পারর্ফমকে। তার সমালোচনাকারী সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছেন সুইডিশ এ স্ট্রাইকার।

সর্বশেষ ট্রয়েসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইর ৯-০ গোলে জয়ের ম্যাচে ইব্রা একাই করেন ৪ গোল।

লিগে আট ম্যাচ বাকি থাকতে এবারের আসরের শিরোপা জিতে নেয় পিএসজি। আর একহালি গোল করে ফ্রেঞ্চ লিগে ১০০ গোলের মালিক বনে গেলেন দীর্ঘকায় এ স্ট্রাইকার।

সম্প্রতি ইব্রার পারফরম্যান্সে অবশ্য তার দিকে নজর দিচ্ছে বেশ কয়েকটি ক্লাব। এদের মধ্যে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কি পিএসজি ছাড়বেন সাবেক এসি মিলান তারকা? তিনি দল ছাড়বেন না এক শর্তে, যদি প্যারিসের ‘আইফেল টাওয়া’রের পরিবর্তে তার মূর্তি রাখা হয় তবেই!

মজা করে ইব্রা বলেন, ‘আমি বিশ্বাস করি না আইফেল টাওয়ারের পরিবর্তে তারা আমার মূর্তি বানাবে। তবে এটি যদি তারা করে, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এখানেই থাকবো!’

পরে ইব্রা আরও বলেন, ‘আমি এখানে ভালো আছি। এখানের সমর্থকদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। আর ক্লাবের সবাই আমার সমর্থন করে। আগামী বছর আমি পিএসজি ছেড়ে যাচ্ছি না। এখানে আমার আরও দেড় বছর চুক্তি রয়েছে। এ সময়টি আমি দলের হয়ে উপভোগ করতে চাই। ’

২০১৫-১৬ সালে পিএসজির হয়ে লিগে এখন পর্যন্ত ২৭টি গোল করেছেন ইব্রা। ফ্রান্সের শীর্ষ কোনো লিগে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।