ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ভারতে পঞ্চম জিয়া, উজবেকিস্তানে জিতেছেন মিনহাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, মে ৩০, ২০১৬
ভারতে পঞ্চম জিয়া, উজবেকিস্তানে জিতেছেন মিনহাজ

ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বরে অনুষ্ঠিত নবম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম স্থান লাভ করেছেন।

 

জিয়া ১০ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিংয়ে পঞ্চম হন।

বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ছয় পয়েন্ট নিয়ে ৫৪তম হন।

এছাড়া, সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম নিয়ে ৭৩তম, যোয়ার হক প্রধান পাঁচ পয়েন্ট নিয়ে ১০৩তম ও ফিদে মাস্টার ইউনুস হাসান ১১১তম হন।

দশম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার রামনাথ ভূবনেশকে পরাজিত করেন। নাসির ভারতের আকাশ আইয়ারের সাথে ও আমিন ভারতের সেলকি শংকরশাহের সাথে ড্র করেন।

রাশিয়ার গ্র্যান্ড মাস্টার বরিশ গ্রাচেভ সাড়ে আট পয়েন্ট পেয়ে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ১১টি দেশের ১৩জন গ্র্যান্ড মাস্টার ২জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ১৫জন আন্তর্জাতিক মাস্টারসহ ২০১জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নেন।

এদিকে, উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের (ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপস) পঞ্চম রাউন্ডের খেলা শেষে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৫ খেলায় ২.৫ পয়েন্ট এবং মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা  শিরিন ৪ খেলায় আধা পয়েন্ট পেয়েছেন।

ওপেন গ্রুপে পঞ্চম রাউন্ডের খেলায় মিনহাজ উজবেকিস্তানের ইউলদোশেভ মেহেরদ্দিনকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ৩০ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।