ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

‘এই বরাদ্দ ক্রীড়ার জন্য ভালো হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জুন ২, ২০১৬
‘এই বরাদ্দ ক্রীড়ার জন্য ভালো হবে’

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ৯২২ কেটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮৮ কোটি টাকা ব্যয় হবে উন্নয়ণ খাতে।

আর ৬৩৪ কোটি টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে।

ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য সরকারের এ বরাদ্দকে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী বীরেণ শিকদার।  

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে বাজেট ঘোষণার পরই ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে নিজ দফতরের বরাদ্দ প্রসঙ্গে বাংলানিউজকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য গতবারের বাজেট ছিল ৮৩৪ কোটি টাকা। এবার বেড়ে ৯২২ কোটি টাকা হয়েছে। আশা করছি এই বরাদ্দ আমাদের ক্রীড়ার জন্য ভালো হবে। ’

এ কথা ‍অনস্বীকার্য যে ক্রীড়ায় বাংলাদেশের গুনগত পরিবর্তন সাধিত হয়েছে। আগের দৈন্য অবস্থা কাটিয়ে উঠে এখন বিশ্ব দরবারে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।

ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজগুলো ছাড়াও বিশ্বকাপের মত বড় বড় মঞ্চে যেমন প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে তেমনি ফুটবলে শিরোপা জয়ের গৌরব নিয়ে বিদেশ বিভুঁই থেকে দেশে ফিরছে দেশের বয়স ভিত্তিক নারী ফুটবলাররা।  

শুধু ক্রিকেট কিংবা ফুটবলই কেন? দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়েও পিছিয়ে নেই এদেশের সাঁতারু ও ভারোত্তলকরা। মাহফুজা আক্তার শিলা ও মাবিয়া আক্তাররা দেশকে এনে দিচ্ছেন স্বর্ণ জয়ের বিরল গৌরব। তাই ক্রীড়ামন্ত্রণালয়ের বাজেট বৃদ্ধি এখন সময়েরই দাবী।  

তাই সঙ্গত কারণেই প্রশ্ন উঠে আসে দেশের ক্রীড়ার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের জন্য দেয়া এ বাজেট ক্রীড়ার উন্নয়নে কীভাবে বাস্তবায়িত হবে? 

এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘একটু আগে বাজেট ঘোষণা করা করা হলো। তাই এখনই বলা সম্তব নয় ভবিষ্যতে কোথায় কত কেমন খরচ করবো। সেটা ভবিষ্যতেই দেখা যাবে। ’

২০১৬-১৭ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের জন্য দেয়া বরাদ্দ ৯২২ কোটি টাকা যেখানে গেল ২০১৫-১৬ অর্থবছরের বরাদ্দ ছিল ৮৩৪ কোটি টাকা। ফলে এই অর্থবছরে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ কোটি টাকা যা ক্রীড়াঙ্গনের জন্য নতুন একটি একটি কল্যাণকর পদক্ষেপ বলেও মনে করেন দেশের ক্রীড়া বান্ধব সরকারের এই ক্রীড়া প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, ২ জুন ২০১৬
এইচএল/আরএইচএস
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।