ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

খেলা

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, আগস্ট ২৭, ২০১৬
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

সাতক্ষীরা: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা।

 

শনিবার (২৭ আগস্ট) সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, ইকবাল কবির খান বাপ্পী, জাহিদ হাসান, মনোরঞ্জন মন্ডল, রফিকুল ইসলাম, মোমেনুর রহমান, আনিছুর রহমান, লাবনী দত্ত, রবিউল ইসলাম, ইকবাল আলম বাবলু, আবু সাঈদ প্রমুখ।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, দৌড়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।