ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অষ্টম রাউন্ড শেষে শীর্ষে ইভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
অষ্টম রাউন্ড শেষে শীর্ষে ইভা ছবি: সংগৃহীত

ঢাকা: সাইফ গ্লোবাল স্পোর্টস লিঃ এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ গ্লোবাল স্পোর্টস ৩৬তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ দ্বিতীয় এবং ৬ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জের মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন তৃতীয় স্থানে রয়েছেন।

একদিন বিরতির পর অষ্টম রাউন্ডের খেলা মঙ্গলবার (১১ অক্টোবর) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় ইভা সামিহা শারমীন সিম্মীকে, রানী হামিদ অগ্রনী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে, শিরিন মহিলা দাবা সমিতির জাহানারা হক রুনুকে, মহিলা দাবা সমিতির আহেলী সরকার একসেস চেস ক্লাবের কিশোয়ারা সাজরীন ইভানাকে, রাজশাহীর প্রতিভা তালুকদার নরসিংদীর নোশিন আঞ্জুমকে এবং নারায়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসা মহিলা দাবা সমিতির সাবেকুন নাহার তনিমাকে পরাজিত করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।