ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দিনাজপুরে দাবার বাঁছাইপর্ব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
দিনাজপুরে দাবার বাঁছাইপর্ব শুরু

দিনাজপুর: বাংলাদেশ জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য দিনাজপুরে বাঁছাইপর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার পর দিনাজপুর জেলা স্টেডিয়াম হলরুমে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এ বাঁছাইপর্ব শুরু হয়।

বাঁছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ও দাবা টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক জিনাত আরা চৌধুরী মিলি, মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদিকা মনোয়ারা সানু, ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আসলাম হোসেন।

উল্লেখ্য, দাবা বাঁছাইপর্বে ৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। খেলা নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে। এখান থেকে বাঁছাই করে এক জনকে ঢাকায় জাতীয় দলের সাথে খেলতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।