ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দাবায় দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
দাবায় দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধায়নে পরিচালিত এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান দাবা খেলোয়াড়দের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা কর্মসূচির দাবা প্রতিযোগিতা শনিবার (১৫ অক্টোবর) জাতীয় ক্রীড়া পরিষদে এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত হয়।

বালকদের প্রতিযোগিতায় ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে সিরাজগঞ্জের মোঃ নাইম হক প্রথম হয়েছেন।

বালকদের গ্রুপে ঢাকা ক্রিস্টফার রায় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হন এ বিভাগে সাড়ে চার পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং এ নওগাঁর তামিদ ইসলাম তৃতীয়, নাটোরের নূর নেওয়াজ অয়ন চতুর্থ, ঢাকার মোঃ শফিকুল ইসলাম পঞ্চম ও মোর্তুজা মাহাথির ইসলাম ষষ্ঠ হন।

বালিকাদের গ্রুপে ৫ খেলায় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে নরসিংদীর নোশিন আঞ্জুম প্রথম হন। চার পয়েন্ট করে নিয়ে ঢাকার ইশরাত জাহান দিবা দ্বিতীয় ও ঢাকার ওয়ালিজা আহমেদ তৃতীয় হন। তিন পয়েন্ট করে নিয়ে চতুর্থ হতে দশম হয়েছেন যথাক্রমেঃ মনিকগঞ্জের কাজী জেরিন তাসনিম, রাজশাহীর জান্নাতুল ফেরদৌস দোলন, পাবনার মায়েসা মাহাজাবিন তিসা, ঢাকার উর্বানা চৌধুরী, সিলেটের তানজিলা বেগম মুন্নী, ওয়াদিফা আহমেদ ও বরিশালের শ্রাবন্তী আক্তার জেরিন।

দ্বিতীয় পর্বের শীর্ষ স্থান প্রাপ্ত ১০জন বালক ও ১০জন বালিকাকে নিয়ে আগামী ডিসেম্বর মাস হতে চূড়ান্ত পর্বে দুই মাসের আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।