ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
নোয়াখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা শুরু

নোয়াখালী: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নোয়াখালীতে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।

এসময় বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তিন তিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে জেলার ৯টি উপজেলার চ্যাম্পিয়ন ৯টি স্কুল এবং বালিকা বিভাগে ৯টি উপজেলার চ্যাম্পিয়ন ৯টি স্কুল নকআউট পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০ অক্টোবর উভয় বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় সদর উপজেলা ২-০ গোলে সেনবাগ উপজেলাকে পরাজিত করে শুভ সূচনা করে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।