ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

দৃষ্টিহীনদের দাবায় চ্যাম্পিয়ন ইজাজ-রিবিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, অক্টোবর ১৮, ২০১৬
দৃষ্টিহীনদের দাবায় চ্যাম্পিয়ন ইজাজ-রিবিকা ছবি: সংগৃহীত

ঢাকা: ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে দৃষ্টিহীন দাবাড়ুদের নিয়ে জাতীয় দাবা প্রতিযোগিতা-২০১৬।  

সাত রাউন্ডের এই প্রতিযোগিতার পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন হুসাইন ইজাজ।

৫.৫ পয়েন্ট নিয়ে প্রথম রানার আপ হন রফিকুল ইসলাম রুদ্র। আর দ্বিতীয় রানার আপ হন এসএম শাহীন।

এদিকে নারীদের বিভাগে ৭ রাউন্ড থেকে ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন রিবিকা মুন্সী। প্রথম রানার আপ হন মোর্শেদা বেগম। দ্বিতীয় রানার আপ হন লাবনী আক্তার।  

ফাইনাল শেষে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত দাবা হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।