ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

আন্তঃ আইইউবি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, অক্টোবর ১৮, ২০১৬
আন্তঃ আইইউবি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ডিভিশন অফ স্টুডেন্ট এ্যাফেয়ার্সের উদ্যোগে আন্তঃ-আইইউবি টেবিল টেনিস অটাম ২০১৬ টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। আইইউবির বসুন্ধরা ক্যাম্পাসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

টুর্নামেন্টে সর্বমোট ৬২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় বাছাই বিভাগে জাভেদ আহমেদ চ্যাম্পিয়ন এবং শেখ মোঃ নাইম রানার-আপ হন।

অপরদিকে অবাছাই বিভাগে আজমায়িন ফায়েক-কে হারিয়ে মুনাফ আহমেদ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে আইইউবির বিভিন্ন অনুষদের ডীন, উর্দ্ধতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।