ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রাণ ফ্রুটো ঢাকা মহানগরী স্কুল ভলিবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
প্রাণ ফ্রুটো ঢাকা মহানগরী স্কুল ভলিবল

ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রাণ বেভারেজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘প্রাণ ফ্রুটো ঢাকা মহানগরী স্কুল ভলিবল (বালক-বালিকা) প্রতিযোগিতা’।  

আগামী ২৪-২৭ অক্টোবর মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসরটি।

এতে অংশ নেবে ঢাকা মহানগরীর ২৯টি স্কুল ভলিবল দল।

আগামী সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় স্কুল ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ বেভারেজ লিঃ এর হেড অফ মার্কেটিং এন্ড সেলস মোঃ আতিকুর রহমান।

এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মিকু, প্রাণ বেভারেজ লিঃ এর হেড অফ মার্কেটিং এন্ড সেলস মোঃ আতিকুর রহমান, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোস্তাফা কামালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।