ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ প্রথম সহ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২২টি পদে এবং ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদ একটি সহসভাপতিসহ ৫টি পদে জয়লাভ করেছে।

শনিবার  (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা অফিসার্স ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ সভাপতি পদে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের আশরাফুজ্জামান আশু, মজিবর রহমান ও কবিরউদ্দীন আহমেদ এবং অপর সহ সভাপতি পদে ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের বদরুল ইসলাম খান বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের একেএম আনিছুর রহমান বিজয়ী হয়েছেন এবং অতিরিক্ত  সাধারণ সম্পাদক পদে ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের মাহমুদ হাসান বিজয়ী হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের তৈয়ব হাসান বাবু এবং কোষাধ্যক্ষ পদে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের শাহ আলম হাসান সানু বিজয়ী হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের আ ম আখতারুজ্জামান মুকুল, ইকবাল কবির খান বাপ্পী, ইদ্রিস আলী, কবিরুজ্জামান রুবেল, কাজী কামরুজ্জামান, মীর তাজুল ইসলাম রিপন, মীর্জা মনিরুজ্জামান কাকন, আব্দুল মান্নান, রফিকুর রহমান লাল্টু, রুহুল আমিন,  হাফিজুর রহমান খান রিটু, সৈয়দ হায়দার আলী তোতা, সৈয়দ জয়নুল আবেদীন জসি, স ম সেলিম রেজা, ফারহা দিবা খান সাথী, কাজী সেতারা জামান এবং ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের খন্দকার আরিফ হাসান প্রিন্স ও আলতাফ হোসেন জয়লাভ করেছেন।

নির্বাচনে ১০৩ জন ভোটারের মধ্যে ১০১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৭টি পদের বিপরীতে দুই প্যানেলে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

গঠনতন্ত্র অনুযায়ী জেলা প্রশাসক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।