ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেনীতে টেবিল টেনিস প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ফেনীতে টেবিল টেনিস প্রশিক্ষণ

ফেনী: ফেনীতে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ১০ দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ চলছে। মরহুম খায়ারুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৫০জন শিক্ষার্থী অংশ নেয়।

টেবিল টেনিসের জাতীয় প্রশিক্ষকের তত্ত্বাবধানে বাছাইপর্বে নির্বাচিত ১৬ জন প্রশিক্ষণার্থীকে ১০দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যখোনে বুধবার (০২ নভেম্বর) বেশ আগ্রহের সাথেই প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে।

এর আগে প্রশিক্ষণের উদ্বোধন করেন উদ্বোধনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।