ইরানের বিপক্ষে ফাইনাল খেলতে মাঠে নামে বাংলাদেশ। ইরানের সঙ্গে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি।
ঠিক তারপরেই উগান্ডার বিপক্ষে ফাইনাল ছিল বাংলাদেশ পুরুষ দলের। তবে এ লড়াইয়ে রানার আপ হয়ে ফিরতে হচ্ছে তাদের। ২-১ গোলের ব্যবধানে হেরে অস্ট্রিয়া সফর শেষ করেছে পুরুষ দল।
২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় একই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ পুরুষ দল। তবে এবার চ্যাম্পিয়ন হওয়া হয়নি ছেলেদের।
প্রথমবার অংশ নিয়ে মেয়েদের বিশ্বজয়ে চ্যাম্পিয়ন হওয়ার খবরে উচ্ছ্বসিত বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের পরিচালক ফারুকুল ইসলাম। তিনি জানান, ‘মেয়েদের দলটি একেবারে নতুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রায়াল দিয়ে মেয়েদের বাছাই করা হয়। এরপর বিকেএসপিতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তবে ছেলেরা চ্যাম্পিয়ন হলে ব্যাপারটি অনেক দারুণ হতো। ’
আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের দিনটিতে সাফল্যের স্মারক নিয়ে ফিরছেন নারী ও পুরুষ দল। হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই চ্যাম্পিয়ন নারী আর রানার্সআপ পুরুষ দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৭
জেএইচ/এমআরপি