মঞ্চের চারপাশের দর্শনার্থীর চোখেমুখে ক্লান্তি ভর করলেও কুস্তি দেখার আশায় বিরক্ত হচ্ছেন না তারা। তবে বড় নিরুপায় ছিলেন ব্যস্ত সংবাদকর্মীরা।
খুলনার রায়েরমহল সোনালী ক্রীড়া চক্র (রায়েরমহল ক্লাব) আয়োজিত এ কুস্তি প্রতিযোগিতা শুক্রবার (০৭ এপ্রিল) রাতে উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি।
শক্তির পরীক্ষায় যারা বিজয়ী হবেন শেষ রাত হওয়ায় তারা কেউই অতিথির হাত থেকে পুরস্কার নিতে পারবেন না। খুলনা শহরের রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫০ বছরের ঐতিহ্যবাহী এ কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা শেষ হতে রাত ৩-৪টা বাজতে পারে বলে বাংলানিউজকে জানিয়েছেন আয়োজক কমিটির তরিকুল ইসলাম বাপী।
তিনি জানান, খুলনা, যশোর নওয়াপাড়া, বাঘার পাড়া, সাতক্ষীরা, নড়াইলের ৩২ কুস্তিগির এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। অতিথিরা আসতে দেরি করায় অনুষ্ঠান শুরু হতে ৯টা বেজে গেছে। তবে কুস্তির ঐতিহ্য পুরনো হওয়ায় মানুষ আলাদা টানে রাত জেগে খেলা দেখছেন।
তিনি আরও জানান, রায়েরমহল সোনালী ক্রীড়া চক্রের আহ্বায়ক শেখ মো. ফারুক আহমেদ, সদস্য সচিব শেখ হেমায়েত হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনসহ ক্রীড়ামোদী হাজার হাজার দর্শক রাত জেগে গ্রাম বাংলার অতি জনপ্রিয় এ প্রতিযোগিতা দেখছেন।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এমআরএম/জেডএস