ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ দৌড়েও বোল্টের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
শেষ দৌড়েও বোল্টের জয় শেষ দৌড়েও বোল্টের জয়-ছবি:সংগৃহীত

ঘরের মাঠ জ্যামাইকাতে এটাই তার শেষ ১০০ মিটার দৌড়। যেখানে জিতেই শেষ করলেন তিনি। ঠিক যেখান থেকে উসাইন বোল্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০২ সালে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সেখানে আজ তাকে বিদায় জানাতে ছিল ৩০ হাজার সমর্থক।

৩০ বছর বয়সী বিশ্বের এই দ্রুততম পুরুষকে সারাক্ষণ সমর্থন যুগিয়ে গেছে গোটা স্টেডিয়াম। নিজের রেকর্ডের থেকে পিছিয়েই শেষ করলেন।

সময় নিলেন ১০.০৩ সেকেন্ড। জিতে বোল্ট বলেন, ‘১০০ মিটার দৌড়তে আমি এত ভয় এর আগে কখনও পাইনি। ’ আগস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরই ১০০ মিটার থেকে অবসর নেবেন তিনি।

দৌড় শেষে জয় উল্লাস দেওয়ার পর পাঁচ নম্বর লেন যেখানে তিনি শেষ করেন সেখানে মাথা ছুঁয়েই উঠে দাঁড়িয়ে দেখান সেই চির চেনা সেলিব্রেশন। পরে বলেন, ‘আমার কিছু বলার ভাষা নেই। বিশ্ব জুনিয়র থেকে এখন পর্যন্ত জামাইকার সমর্থন ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। আমি কখনও ভবিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এই উচ্চতায় পৌঁছতে পারবো কখনও। আমার একমাত্র লক্ষ্য ছিল ২০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া। আমার যা করার ছিল সব করেছি। এটা সম্ভব ছিল না আমার বাবা-মায়ের সমর্থন ছাড়া। ’ 

এদিন ২০১৭তে এই প্রথম ট্র্যাকে নামলেন বোল্ট। অলিম্পিকে রেকর্ড আটটি স্বর্ণ জিতেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।