বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল (মেকানিক্যাল) বিভাগের ছাত্র মাহামুদুল হাসান সুমনের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল শনিবার (০২ জুন) ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
দলের বাকি সদস্যরা হলেন- যন্ত্রকৌশল বিভাগের হাসান আল বান্না, মো. আলাউদ্দিন, প্রান্ত সরকার, তড়িৎকৌশল বিভাগের মো. হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র শহিদুল ইসলাম।
এ সম্পর্কে বাংলাদেশ গ্রিনের অধিনায়ক মাহামুদুল হাসান সুমন বলেন ‘বুয়েট ক্যাম্পাসে আমরা লম্বা সময় থেকে ব্রিজ খেলছি। বাংলাদেশ যে কয়টি খেলায় বিশ্বকাপের মত আসরে জায়গা করে নিয়েছে ব্রিজ তার মধ্যে একটি। এ বছর অনুষ্ঠিত হওয়া ব্রিজ বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। যা আমাদের অনুপ্রেরণা দেয় এবং আমরা রয়েল ফ্ল্যাশ নামে একটি টিম গঠন করি। নিয়মিত অনুশীলনের সুবাদে আজ আমরা এ সুযোগ অর্জন করতে পেরেছি। বাংলাদেশ ব্রিজ ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি ট্রায়াল টুর্নামেন্টের মাধ্যমে।
এছাড়া তিনি বাংলাদেশ ব্রিজ ফেডারশনের প্রতি সবার সুদৃষ্টি কামনা করেন এবং এর মাধ্যমে আরও নতুন খেলোয়াড় তৈরি ও তাদের সুযোগ করে দেওয়ার প্রতি দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১৮
এসকেবি/ওএইচ/