এই শখের খেলা তাকে সুযোগ করে দিয়েছে ফিনল্যান্ডের জাতীয় ক্রিকেট দলে।
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের শিপন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে অনার্স শেষ করে ফিনল্যান্ডে মাস্টার্স করতে গিয়েছিলেন।
ডান হাতে ব্যাট করা শিপন বুধবার (২৯ আগস্ট) ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে মাঠে নামেন। ব্যাটিংয়ের পাশাপাশি ডান হাতে বোলিংও করে থাকেন এই অলরাউন্ডার।
মোবাইল ফোনে শিপন বাংলানিউজকে জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে স্টুডেন্ট ভিসায় মাস্টার্স করতে গিয়েছিলেন ফিনল্যান্ডে। Aalto University তে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলাও চালিয়ে গেছেন তিনি। ফিনল্যান্ডে বেঙ্গল টাইগার ক্রিকেট ক্লাব এর হয়ে ফিসিন লীগ এ খেলা শুরু করেন তিনি। এভাবে তিন বছর খেলার পর এলিট লীগে চান্স পান । এই এলিট লীগ হচ্ছে ফিনল্যান্ডের সবচেয়ে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি টুর্নামেন্ট যেখানে তিনটি দল অংশ নেয়। ওই লিগে খেলার পর তাকে চান্স দেয়া হয় ফিনল্যান্ডের জাতীয় দলে। ডানহাতি এই অলরাউন্ডার মিডল অর্ডারে ব্যাট করে থাকেন।
উল্লেখ্য, ২৯ আগস্ট শুরু হওয়া আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ইউরোপ কোয়ালিফায়ারে ইউরোপের ১৮টি দেশ অংশ নিচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই