তামিমের বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য দুপুরে বুধবার (১৯ সেপ্টেম্বর) তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে নেমে হাতে মারাত্মকভাবে আহত হন তামিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে তামিমকে বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন-দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হারজিত থাকবেই। বাংলাদেশ- শ্রীলংকার ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন প্রধানমন্ত্রী। কুন্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাকে জানাতেও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমইউএম/আরআইএস/