বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস সর্বোচ্চ উপার্জনকারী নারী অ্যাথলেটদের এই তালিকা প্রকাশ করেছে। তাতে টানা চতুর্থবার শীর্ষস্থান দখল করলেন ৩৭ বছর বয়সী সেরেনা।
দ্বিতীয় স্থানে থাকা ওসাকার আয় ২৪.৩ মার্কিন ডলার। ইতিহাসে চতুর্থ নারী অ্যাথলেট হিসেবে এবার ২০ মিলিয়ন মার্কিন ডলারের ওপর আয় করেছেন দু’টি গ্রান্ড স্ল্যামের মালিক। ওসাকার আগে ২০ মিলিয়ন ডলারের ঘরে পা রেখেছিলেন সেরেনা, মারিয়া শারাপোভা ও লি না।
ওসাকা জাপানি ও হাইতিয়ান বংশোদ্ভূত হলেও জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে তাকে অন্যতম আকর্ষনীয় নারী অ্যাথলেট হিসেবে বিবেচেনা করা হয়।
অবশ্য নারীদের মধ্যে শীর্ষে থাকলেও সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেটদের মধ্যে বেশ পিছিয়ে আছেন সেরেনা। ১০০ জনের তালিকার মধ্যে তিনি আছেন ৬৩ নম্বরে। জায়গা হয়নি ওসাকার। সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেট হয়েছেন লিওনেল মেসি। গত বছর বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের আয় করেছেন ১২৪ মিলিয়ন মার্কিন ডলার।
মূলত ২০১৮ সালের ০১ জুন থেকে ২০১৯ সালের ০১ জুন পযর্ন্ত বিভিন্ন অ্যাথলেটদের আয়ের তালিকা করেছে ফোর্বস।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
ইউবি/এমকেএম