ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

খেলা

মাশরাফির স্ত্রীও করোনামুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, জুলাই ১৮, ২০২০
মাশরাফির স্ত্রীও করোনামুক্ত

নড়াইল: মাশরাফি বিন মর্তুজা ও তার ছোট ভাইয়ের পর করোনামুক্ত হলেন স্ত্রী সুমনা হক সুমি।

শুক্রবার (১৭ জুলাই) মাশরাফির স্ত্রীরও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে বাংলানিউজকে জানান সুমির চাচা ফয়জুল হক রোম।

রাত ১০টার দিকে ফয়জুল হক বাংলানিউজকে বলেন, চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে আছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সেজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

সবাই সুস্থ আছেন এখন।

করোনায় সারাদেশে জনজীবন যখন বির্পযস্ত, তখন নড়াইলের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন দেশের ইতিহাসে জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের মানুষকে করোনা থেকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস খ্যাত ম্যাশ নিজের পরিবার এবং নিজেকে রক্ষা করতে পারেননি। গত ২০ জুন ডাক্তাররা তাকে জানিয়েছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত তিনি।  

শুধু মাশরাফি নয়, পরিবারের আরও কয়েকজন সদস্যের শরীরেও পাওয়া যায় করোনা ভাইরাস। পরিবারের সদস্যদের মধ্যে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এবং ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা সেজারও আক্রান্ত ছিলেন। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে মাশরাফি ও তার ছোট ভাই সেজারের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।  

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।