করোনাকালের ক্রিকেটে এসেছে বেশকিছু নতুন নিয়ম। এর মধ্যে একটি বলে থুতু বা লালা লাগানোয় নিষেধাজ্ঞা।
বলে থুতু লাগানো নিষিদ্ধ করার পর থেকেই ক্রিকেটভক্তরা এটা দেখার অপেক্ষায় ছিলেন ঐতিহ্যবাহী এই অভ্যাসটা কীভাবে বদলে ফেলেন ক্রিকেটাররা। ১১৭ দিন পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেট ফেরার পর দৃশ্যটা দেখার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সাউদাম্পটনে প্রথম টেস্টে এমন কিছুই দেখা যায়নি। বরং ইংলিশ ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে সহজেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।
প্রথম টেস্টে ব্যর্থতার পর দ্বিতীয় টেস্ট জেতার জন্য মরিয়া ইংল্যান্ড দল। তম্যাচের তৃতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগ পর্যন্ত জেতার সম্ভবনাও তৈরি করেছিল স্বাগতিকরা। প্রথম ৯ উইকেট হারিয়ে ৪৬৯ রানের পাহাড় গড়ার পথে বড় ভূমিকা ছিল সিবলির। করোনাকালের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান করেছেন ১২০ রান। কিন্তু ফিল্ডিংয়ে নেমে দলের বিপদ ডেকে আনার পথেই ছিলেন তিনি।
করোনাকালের প্রথম সেঞ্চুরিয়ান ভুলবশত বলে থুতু লাগানো প্রথম ক্রিকেটারও। দ্বিতীয় ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনে উইন্ডিজের উইকেট তুলে নিতে মরিয়া ছিলেন ইংলিশ বোলাররা। নিজ দলের স্পিনার ডম বেস’কে সহায়তা করার জন্যই ভুলে বলে থুতু লাগিয়ে বসেন সিবলি। সঙ্গে সঙ্গে মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ইলিংউর্থকে বিষয়টা অবহিত করেন তিনি। আম্পায়ার পকেট থেকে জীবাণুমুক্তকরণ টিস্যু ব্যবহার করে বল জীবাণুমুক্ত করে বেস’র হাতে তুলে দেন।
নিয়ম অনুসারে এই অপরাধ দু’বার করলেই ৫ রান জরিমানা দিতে হবে ফিল্ডিং দলকে। তবে শুরুতেই অপরাধ স্বীকার করায় কোনো শাস্তি পেতে হয়নি সিবলির দলকে। তবে মাঠের খেলায় বেশ চাপে আছে স্বাগতিকরা। কারণ খেলার চতুর্থ দিন চলছে, কিন্তু এখনও বেশ লড়াই উপহার দিচ্ছে উইন্ডিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ ৫ উইকেটে ২৪২ রান। এখনও স্বাগতিকদের চেয়ে ২২৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ব্যাট হাতে উইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। মিডল অর্ডারে শামারাহ ব্রুকস খেলেছেন ৬৮ রানের ইনিংস। এছাড়া নাইট-ওয়াচম্যান আলজারি জোসেপের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৩২ রানের ইনিংস।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
এমএইচএম