ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতায় ফিরতে হলে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া বিকল্প নেই ইংল্যান্ডের। আর সেই লক্ষ্যে শেষদিনেও আশায় বুক বেধে আছে ইংলিশরা।
তৃতীয় দিনটা বৃষ্টিতে ভেসে না গেলে ফল হতেও পারতো ম্যানচেস্টার টেস্টের। কিন্তু ভাগ্য খারাপই বলতে হবে স্বাগতিকদের। ডম সিবলি ও বেন স্টোকসের সেঞ্চুরিতে বড় পুঁজিই সংগ্রহ করে ইংল্যান্ড। ৯ উইকেটে ৪৬৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
ক্যারিবিয়ানরা দ্বিতীয় দিনে যা একটু ব্যাট করার সুযো্গ পেয়েছে বটে, তবে বৃষ্টির কারণে তৃতীয় দিন তাদের মাঠেই নামতে হয়নি। ২ উইকেট হারিয়ে ৩৭ রান নিয়ে চতুর্থদিন ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ প্রথম ইনিংস শেষ করে স্কোরবোর্ডে ২৮৭ রান জমা করে।
একইদিন দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। নিয়মিত অধিনায়কদের পরিবর্তে লিডটা বাড়িয়ে নিতে অধিনায়ক জো রুট ব্যাটিংয়ে নামিয়ে দেন স্টোকস ও জস বাটলারকে। কিন্তু এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি বাটলার। শূন্য হাতে কেমার রোচের বলে সাজঘরে ফিরেন তিনি। ক্যারিবিয়ান পেসার পরে ঝড়ো গতিতে স্ট্যাম্প উপড়ে ফেলেন জ্যাক ক্রলির (১১)।
তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে টিকে আছেন স্টোকস। ১৮ বলে ১৬ রান করেছেন তিনি। ২৯ বছর বয়সী অলরাউন্ডাকে সঙ্গ দিচ্ছেন রুট (৮)। ইংলিশরা পঞ্চমদিন শুরু করবে ২ উইকেটে ৩৭ রান নিয়ে।
ইতোমধ্যে ইংল্যান্ড লিড নিয়েছে ২১৯ রানের। আপাতদৃষ্টে যা মনে হচ্ছে, মারমুখি ব্যাটিংয়ে তিনশ ছাড়ানো লিড নিয়ে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস শুরুর আমন্ত্রণ জানাবে জয় নিয়ে সিরিজে সমতায় ফেরার আশায় থাকা স্বাগতিকরা।
দু’দলের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে নেয় উইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি