বায়ার্ন মিউনিখের সাবেক ক্রোয়েশিয়ান কোচ নিকো কোভাচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ক্লাব মোনাকো।
সাত মাসের মাথায় রবার্তো মোরেনোকে চাকরিচ্যুত করে রোববার (১৯ জুলাই) কোভাচকে নতুন কোচ নিয়োগ দেওয়ার বিষয়টি জানায় সাবেক লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
৪৮ বছর বয়সী কোচকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে মোনাকোর সহ-সভাপতি ওলেগ পেত্রোভ বলেন, ‘তরুণ প্রতিভাদের অগ্রগতি এবং ভালো ফলাফল অর্জনের ক্ষমতার জন্য স্বীকৃতি রয়েছে নিকো কোভাচের। ’
গত ডিসেম্বরে মোনাকোর দায়িত্ব নিয়েছিলেন মোরেনো। সে সময় ২০১৯/২০ মৌসুমের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে ছিল ক্লাবটি। কিন্তু করোনা ভাইরাসের কারণে মৌসুম বাতিল হওয়া লিগ ওয়ানে তাদের জায়গা হয় নবম স্থানে।
২০১৯ সালের নভেম্বরে বায়ার্ন ছাড়েন কোভাচ। তার আগে ২০১৮/১৯ মৌসুমে বাভারিয়ানদের বুন্দেসলিগা ও জার্মান কাপ এনে দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
ইউবি