বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর ২০২০ এবছর দেওয়া হচ্ছে না। ফ্রান্স ফুটবল এক ঘোষণার মাধ্যমে জানায়, করোনা ভাইরাসের কারণে `পরিস্থিতি ঠিক না থাকায়' ফুটবলের সম্মানজক এই অ্যাওয়ার্ডটি এই মৌসুমে দেওয়া হবে না।
ফ্রান্সের ম্যাগাজিন সেই ১৯৫৬ সাল থেকে বছরের সেরা ফুটবলার নির্বাচন করে গোল্ডেন বল তথা ব্যালন ডি’অর দিয়ে আসছে। তবে যেহেতু এবছর পুরস্কারটি কেউ পাচ্ছে না ফলে গতবারের পুরস্কারজয়ী বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি আগামী ১২ মাস ট্রফিটি ধরে রাখবেন। যেখানে মেসি এখন পর্যন্ত রেকর্ড ৬বার জিতেছেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনালদো জিতেছেন ৫বার।
এবার অবশ্য করোনা ভাইরাস বিরতি ও অন্যান্য পারফরম্যান্সে সেভাবে চমক দেখাতে পারেননি এই দুই গ্রেট ফুটবলার। তাই পুরস্কার বাগিয়ে নিতে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডভস্কি ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার নামও ছিল।
তবে পুরস্কার প্রত্যাশী সকল ফুটবলাকেই আগামী বছরের দিকে তাকিয়ে থাকতে। হবে যেখানে যুক্তরাষ্ট্রের তারকা মেগান রাপিনোও নারী বর্ষসেরা ফুটবলারের তকমাটি ধরে রাখবেন।
এ ব্যাপারে ফ্রান্স ফুটবল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘পরিস্থিতি খারাপ থাকার কারণে ১৯৫৬ সাল থেকে শুরু হওয়া এই ব্যালন ডি’অর পুরস্কারটি ইতিহাসে প্রথমবারের মতো ২০২০ সালে দেওয়া হচ্ছে না। ’
‘মেসি ও রাপিনোকে (এছাড়াও ম্যাথিয়াস ডি লিট ও আলিসন, কোপা ও ইয়াসিন ট্রফি [উদীয়মান ও গোলরক্ষক পুরস্কার]) আরও এক বছর অপেক্ষা করতে হবে। গতবছরের পুরস্কারজয়ীদের এবার কোনো উত্তরসূরি থাকছে না। কেননা এবার ব্যালন ডি’অর ২০২০ দেওয়া হবে না। ’
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এমএমএস