ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

খেলা

৭৩ বছর বয়সে পা দিলেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জহির আব্বাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, জুলাই ২৪, ২০২০
৭৩ বছর বয়সে পা দিলেন  পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জহির আব্বাস জহির আব্বাস

৭৩ বছর বয়সে পা দিয়েছেন পাকিস্তানের সাবেক ডানহাতি ব্যাটসম্যান জহির আব্বাস। ১৯৪৭ সালের ২৪ জুলাই ব্রিটিশ শাসনাধীন ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি।

 

রানক্ষুধার জন্য সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্রাডম্যানের নামানুসারে তাকে ‘এশিয়ান ব্রাডম্যান’ হিসেবেও ডাকা হতো। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ৭৫০০ এর বেশি রান করেছেন তিনি।  

৭৮ টেস্টে ৪৪.৭৯ গড়ে ১২ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ৫০৬২ রান করেছন আব্বাস। ৬২ ওয়ানডেতে ৪৭.৬২ গড়ে করেছেন ২৫৭২ রান। ৭ সেঞ্চুরির পাশাপাশি আছে ১৩ ফিফটি।  

পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যানের টেস্টে অভিষেক হয় ১৯৬৯ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এর পাঁচ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আব্বাস।  

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।