চলতি মৌসুমের লিগ ওয়ানের শিরোপা আগেই জিতে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবার নেইমারের একমাত্র গোলে দশ জনের দল হয়ে পড়া সেঁত এতিয়েনকে ১-০ ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ কাপটাও জিতে নিল ফরাসি জায়ান্টরা।
শুক্রবার (২৪ জুলাই রাতে) স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচের ১৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। শেষ পযর্ন্ত ব্যবধানটি ধরে রেখে শিরোপা জয়ের উল্লাসে মাতে তারা। এটি পিএসজির রেকর্ড ১৩তম ফ্রেঞ্চ কাপ শিরোপা।
তবে চ্যাম্পিয়ন হওয়ার রাতে এক বড় দুঃসংবাদও সঙ্গী হয়েছে টমাস টুখেলের দলের। বড় চোটে পড়েছেন পার্ক দে প্রিন্সেসের আরেক বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধে ফরাসি ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়েছে কান্নাভেজা চোখে। পরে তাকে ডাগআউটে আসতে দেখা যায় ক্রাচে ভর দিয়ে। সন্দেহ করা হচ্ছে, এমবাপ্পে বড় চোট পেয়েছেন। আগস্টে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলা সম্ভব নাও হতে পারে তার।
এমবাপ্পেকে বিপজ্জনক ফাউল করে বসেন সেঁত এতিয়েনের পেরিন। যন্ত্রণায় মাঠে গড়াগড়ি খাওয়া ২১ বছর বয়সী ফরোয়ার্ড এরপর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। ৩৩তম মিনিটে এমবাপ্পের পরিবর্তে সারাবিয়াকে মাঠে নামান কোচ টুখেল। সেঁত এতিয়েনও পরিবর্তিত হয় দশ জনের দলে। ৩১তম মিনিটে পেরিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচটিতে কিছু সংখ্যক দর্শককে স্টেডিয়ামে বসার অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে এপ্রিলে দেশটিতে সব ধরনের ফুটবল আসর বন্ধ থাকার পর এটাই ছিল প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচ।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি