ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাবেক রেঞ্জার্স-স্কটিশ মিডফিল্ডার আর নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
সাবেক রেঞ্জার্স-স্কটিশ মিডফিল্ডার আর নেই ডেভিড হাগেন

স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সাবেক মিডফিল্ডার ডেভিড হাগেন আর নেই। মাত্র ৪৭ বছর বয়সে মোটর নিউরোন রোগে (দ্রুত পেশি দুর্বলতা) আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

 

১৯৯২-৯৩ মৌসুমে রেঞ্জার্সের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন হাগেন। প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের স্বাদ পান তিনি। রেঞ্জার্সও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কাছাকাছি পৌঁছে যায়।

তবে স্কটিশ জায়ান্টদের হয়ে বেশিদিন থাকেননি হাগেন। ১৯৯৪ সালে যোগ দেন হার্টসে। সেখানেও মাত্র এক মৌসুম কাটিয়ে নতুন ঠিকানা হিসেবে বেছে নেন ফালকার্ক’কে। লিভিংস্টোনে যাওয়ার আগে ক্লাবটির হয়ে পাঁচ মৌসুম কাটান তিনি। পরে খেলেছেন ক্লিড এবং পিটারহেডের হয়েও।

পেশাদারি ক্যারিয়ারের পুরোটা সময় স্কটিশ ফুটবলের শীর্ষ লিগে কাটানো এই মিডফিল্ডার ৭টি ম্যাচ খেলেছেন দেশটির বয়সভিত্তিক দল অনূর্ধ্ব-২১ এর হয়ে। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনও স্কটল্যান্ডের হয়ে খেলার সুযোগ হয়নি তার।

২০১৮ সালে ৪৫ বছর বয়সে মোটর নিউরন রোগে আক্রান্ত হন হাগেন। সাবেক তারকার মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে ঐতিহ্যবাহী ক্লাবটি জানায়, ‘এই কঠিন সময়ে আমরা হৃদয়গ্রাহী সমবেদনা জানাচ্ছি তার (হাগেন) বৃহত্তর পরিবারের প্রতি। ’ 

এছাড়া হাগেনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে ফালকার্ক ও লিভিংস্টোন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।