ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লুকা মদ্রিচকে ‘বাবা’ ডাকেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
লুকা মদ্রিচকে ‘বাবা’ ডাকেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো! মদ্রিচ ও রদ্রিগো

রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক আগেই হয়েছে তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগো গোসের। আর স্প্যানিশ জায়ান্ট ক্লাবের হয়ে খেলাটা দারুণ উপভোগ করেছেন তিনি।

তবে রিয়ালে এসে লুকা মদ্রিচের কাছ থেকে ভিন্ন এক উপদেশ পেলেন রদ্রিগো। অভিজ্ঞ এ মিডফিল্ডার জানিয়ে দেন, আমি তোমার বাবার বয়সী, তাই আমাকে সেভাবে সম্মান করো!

কথাটি অবশ্য মদ্রিচ মজার সুরেই বলেছেন। কেননা রদ্রিগোর বাবার বয়স মাত্র ৩৫। যেখানে সাবেক দিনামো জাগরেব প্লেমেকারের বয়সও প্রায় একই (৩৪)।

এ প্রসঙ্গে টুইটারের এক লাইভ ব্রডকাস্টে রদ্রিগো বলেন, ‘যখন সে জানতে পারলো আমার বাবার বয়স ৩৫, সে বিশ্বাসই করতে পারেনি। তখন সে আমাকে বলে আমার তাকে সম্মান করা উচিত, কেননা সে আমার বাবার বয়সী। ’

তিনি আরও বলেন, ‘তখন থেকে সে আমাকে ‘ছেলে’ ডাকে আর আমি তাকে ‘বাবা’ ডাকি। ’

এদিকে মদ্রিচের সঙ্গে ভালো সম্পর্ক হলেও রিয়ালে কার খেলা রদ্রিগোর বেশি ভালো লাগে? এমন প্রশ্নে তিনি এডেন হ্যাজার্ডের কথা জানান। বেলজিয়াম উইঙ্গারকে তিনি আইডল হিসেবে দেখেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।