ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৭০ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
৭০ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

ইতালিতে এসেই যেন নিজের খোলস ছেড়ে বের হয়েছেন রোমেলু লুকাকু। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের মন জুগিয়ে নিচ্ছেন।

এবার তো দারুণ এক রেকর্ডই গড়ে নিলেন। জেনোয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে ইন্টার মিলানের হয়ে জোড়া গোল করেছেন এই বেলজিয়াম তারকা ফরোয়ার্ড। আর তাতেই ১৯৫০ সালের পর প্রথম নেরাজ্জুরি ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১৫ গোল করে অসাধারণ এক কীর্তি গড়েন তিনি।

সিরি’আ লিগের ম্যাচে খেলার ৩৪ মিনিটে দলকে লিড এনে দেন লুকাকু। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস সানচেজ। আর যোগ করা সময়ে জোড়া গোল পূর্ণ করে ইন্টারের জয় নিশ্চিত করেন তিনি।

ইতালিয়ান শীর্ষ লিগে এনিয়ে অ্যাওয়ে ম্যাচে ১৫টি গোল করলেন লুকাকু। যেটি ৭০ বছর পর কোনো নেরাজ্জুরি খেলোয়াড় করে দেখালেন। যেখানে ১৯৫০ সালে গড়া স্তেফানো নায়েরসের রেকর্ডে ভাগ বসালেন তিনি।

করোনা ভাইরাসের কারণে তিন মাস লিগ স্থগিত হওয়ার পর ফের শুরু হলে ফর্মে তুঙ্গে দেখা যায় লুকাকুকে। মধ্য জুন থেকে নিজের শেষ ৯ ম্যাচে ৬টি গোল করেছেন তিনি। যেখানে সিরি’আতে এখন পর্যন্ত করেছেন ২৩টি গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তার গোলসংখ্যা ২৯।

এদিকে শনিবারের এ জয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এলো ইন্টার। যদিও অ্যান্তোনিও কোন্তের দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। যেখানে শীর্ষে থাকা জুভেন্টাস নিজেদের শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই শিরোপার উৎসব করবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।