ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের মারিয়ানো করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
রিয়ালের মারিয়ানো করোনা পজিটিভ মারিয়ানো দিয়াজ/ছবি: সংগৃহীত

করোনা বিরতির পর ফের শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ। ফলে লা লিগার শিরোপা উৎসব শেষে পাওয়া ছুটি কাটিয়ে ফের অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।

কিন্তু তার আগেই বড় ধাক্কা। করোনা পজিটিভ হয়েছেন স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

অনুশীলন শুরুর আগে দলের সব খেলোয়াড়দের করোনা পরীক্ষা করিয়েছে রিয়াল। সেই পরীক্ষাতেই করোনা পজিটিভ হয়েছেন মারিয়ানো। যেহেতু করোনা পরীক্ষা খেলোয়াড়দের বাড়িতে বাড়িতে গিয়ে সম্পন্ন করা হয়েছে, ফলে স্কোয়াডের বাকিদের সংস্পর্শে আসেননি তিনি।

করোনা পজিটিভ হলেও মারিয়ানোর শারীরিক অবস্থা ভালো। আপাতত নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। স্কোয়াডের বাকি সদস্যরা মঙ্গলবার (২৮ জুলাই) থেকে অনুশীলন শুরু করেছেন।  

আগামী ৮ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের পূর্ব নির্ধারিত ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে মারিয়ানো যে থাকছেন না তা নিশ্চিত করেছে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।