ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোল্ডেন বুটের দৌড়ে রোনালদোর পর লেভাকে টপকে গেলেন সিরো

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
গোল্ডেন বুটের দৌড়ে রোনালদোর পর লেভাকে টপকে গেলেন সিরো রোনালদো, সিরো ও লেভা

 

 

চলতি মৌসুমের সিরি’আ লিগের সেরা গোলদাতার পুরস্কার সিরো ইম্মোবিলের হাতে উঠছে তা নিশ্চিত। এবার ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও লাৎসিও’র ইতালিয়ান স্ট্রাইকার পেছনে ফেলেছেন রবার্ট লেভানডভস্কিকে।

 

২০১৯/২০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতানোর পথে ৩৫ গোল করে ইউরোপের শীর্ষ গোলদাতাদের তালিকায় সবার উপরে ছিলেন লেভা। ইতালিয়ান লিগে ব্রেসিয়ার বিপক্ষে লাৎসিওর ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে ৮২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করে বাভারিয়ানদের পোলিশ স্ট্রাইকারকে পেছনে ফেলেছেন সিরো।  

৩৬ গোল নিয়ে এখন সবার শীর্ষে তিনি। হাতে পাচ্ছেন আরেকটি ম্যাচ। মৌসুমের শেষ ম্যাচে নাপোলির মুখোমুখি হবে ৭৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকা লাৎসিও।  

এর আগে সিরি’আ লিগে শীর্ষ গোলদাতাদের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেন ৩০ বছর বয়সী তারকা। ৩১ গোল নিয়ে দুইয়ে আছেন জুভেন্টাসের পর্তুগিজ ‍উইঙ্গার। রোনালদোও হাতে পাচ্ছেন আরেকটি ম্যাচ। চলতি মৌসুমের চ্যাম্পিয়ন জুভরা লিগে শেষ ম্যাচ খেলবে রোমার বিপক্ষে।

তবে নিজেদের ৩৭তম ম্যাচে এসে কালিয়ারির বিপক্ষে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। তুরিনের বুড়িরা এর আগের ম্যাচে একই ব্যবধানে হেরেছিল সাম্পোদোরিয়ার বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।