ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভবিষ্যতে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হবেন বাবর: আজহারউদ্দীন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ভবিষ্যতে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান হবেন বাবর: আজহারউদ্দীন বাবর আজম এবং মোহাম্মদ আজহারউদ্দীন

পাকিস্তানের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বাবর আজম। এমনকি তাকে তুলনা করা হচ্ছে গ্রহের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গেও।

 

তবে সাবেক টিম ইন্ডিয়া অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীন উপদেশ দিয়েছেন, কোহলির সঙ্গে এখনই তুলনা না করে ভক্তদের বাবরের ব্যাটিং উপভোগ করতে।  

৫৭ বছর বয়সী আজ্জু মনে করেন, ভবিষ্যতে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যানদের মধ্যে একজন হিসেবে বিবেচিত হবেন বাবর। তার জন্য অবশ্যই দেশটির সীমিত ওভারের অধিনায়ককে ধারাবাহিক পারফর্ম্যান্স ধরে রাখতে হবে।  

সাবেক ভারতীয় ব্যাটসম্যান ক্রিকেট পাকিস্তান নামের এক ক্রীড়া মাধ্যমকে বলেন, ‘বাবর এখনও তরুণ এবং তার সামনে ক্রিকেটর জন্য প্রচুর সময় পড়ে আছে। তার সক্ষমতা আছে অতীতের পাকিস্তানের সেরা ব্যাটসম্যানদের মধ্যে জায়গা করে নেওয়ার। ’ 

আজহারউদ্দীন আরও বলেন, ‘আমি তুলনায় বিশ্বাস করি না। যদি ব্যাটসম্যান ভালো হয়, তাহলে তার ব্যাটিং উপভোগ করা উচিত সমর্থকদের। অন্যের সঙ্গে তুলনা না করে তার প্রশংসা করা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।