ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পন্টিং না ধোনি, আফ্রিদি কাকে বেছে নিলেন?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
পন্টিং না ধোনি, আফ্রিদি কাকে বেছে নিলেন? ধোনি, পন্টিং ও আফ্রিদি

ক্রিকেটীয় ক্যারিয়ারে শহীদ আফ্রিদি এখনও বড় ছক্কা ও লেগ স্পিনে মাঠ মাতাচ্ছেন। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শক্ত মন্তব্যেও বেশ পটু।

সমর্থকরা বলে থাকেন, আফ্রিদির ব্যাট ও মুখ একইসঙ্গে চলে। কোনো বিষয় নিয়েই তিনি কথা বলতে দ্বিধা বোধ করেন না।

আর এই অলরাউন্ডারের কাছে যখন জানতে চাওয়া হয় অধিনায়ক হিসেবে মাহেন্দ্র সিং ধোনি না রিকি পন্টিং, কে সেরা। সেই উত্তরটিও সরাসরি ও সাধারণভাবেই জানালেন আফ্রিদি।

টুইটারে নিজের ভক্তদের সঙ্গে একটি সেশনে সরাসরিই জানিয়ে দিলেন নেতৃত্বগুণে পন্টিং থেকে ধোনিই সেরা। আর এর পেছনে কারণ হিসেবে ধোনির দলে তরুণদের আধিক্যের কথাই বললেন বুমু বুম খ্যাত এই তারকা।

আফ্রিদি লিখেন, ‘আমি পন্টিং থেকে ধোনিকে একটু এগিয়ে রাখবো, কেননা সে তরুণ ক্রিকেটারদের নিয়ে একটি দল গড়ে তুলেছিল। ’

গত দুই দশকে বিশ্ববাসী পন্টিং ও ধোনির সফলতা দেখেছে ক্রিকেটে। একদিকে পন্টিং যেমন অস্ট্রেলিয়া দলকে দু’বার ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। অন্যদিকে ধোনি ভারতকে তিনটি বড় বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন করেছেন।

পন্টিংয়ের নেতৃত্বে অজিরা ২০০৩ ও ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। আর বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি আইসিসির তিনটি শিরোপাই জিতেছেন। তার নেতৃত্বে ভারত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলেছিল। এছাড়া ধোনির অধীনে ভারতের ২০১০ সালে টেস্ট র‌্যাংকিংয়েরও শীর্ষে উঠেছিল।

এদিকে ধোনি ভারতকে সব ফরম্যাটের ক্রিকেটে ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়ে রেকর্ডও গড়েছিলেন। সেসময় ভারত ১৭৮টি ম্যাচে জয় পেয়েছিল, হেরেছিল ১২০টি, ড্র করেছে ১৫টি। ধোনির সবমিলিয়ে জয়ের শতাংশ ৫৩.৬১। এটি ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ৬৪.৬৪ শতাংশ জয় নিয়ে শীর্ষে রয়েছেন।

অন্যদিকে পন্টিং জয়ের শতাংশে সবচেয়ে বেশি উদযাপনের রেকর্ড গড়েছিলেন। তিনি অজিদের সব মিলিয়ে ৩২৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সেসময় দলটি ২২০ ম্যাচে জয় পেয়েছে, হেরেছে ৭৭টি, দুটি ম্যাচ টাই হয়েছে। আর ১৩টি ম্যাচ ড্র।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।