ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

খেলা

কারাগারে টেনিস কিংবদন্তি বরিস বেকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, এপ্রিল ৩০, ২০২২
কারাগারে টেনিস কিংবদন্তি বরিস বেকার

সম্পত্তি লুকিয়ে রাখার অভিযোগে চারটি মামলায় দোষী প্রমাণিত হয়েছেন জার্মান টেনিস কিংবদন্তি বরিস বেকার। ৫৪ বছর বয়সী সাবেক এই টেনিস তারকাকে তাই আড়াই বছরের কারাবাস দিয়েছেন লন্ডনের একটি আদালত।

ব্রিটিশ গণমাধ্যম 'বিবিসি' জানিয়েছে, দেনার দায় থেকে বাঁচতে বরিস ২৫ লাখ পাউন্ড সমমানের সম্পত্তি লুকিয়েছেন বলে আদালতে প্রমাণিত হয়েছে। বিচারের রায় অনুযায়ী, আড়াই বছরের অর্ধেক সময় তাকে জেলে কাটাতে হবে আর বাকি অর্ধেক জামিনে থাকবেন।  

প্রায় ৫ কোটি পাউন্ড দেনা থাকায় ২০১৭ সালে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করা হয়। টেনিসের সাবেক এই নাম্বার ওয়ান স্পেনের মায়োর্কাতে বিপুল সম্পত্তি কিনেছিলেন। সে সম্পদের দেনা শোধ করতে না পারায় এই শাস্তি পেতে হচ্ছে তাকে।  

১৯৯৯ সালে টেনিসকে বিদায় বলে দেন বরিস বেকার। ক্যারিয়ারে তিনটি উইম্বলডন ও ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।