ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

খেলা

থাইল্যান্ড যাচ্ছেন রোমান-দিয়ারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, মে ১৪, ২০২২
থাইল্যান্ড যাচ্ছেন রোমান-দিয়ারা

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে আগামী ১৬ হতে ২২ মে আয়োজিত হবে ‘২০২২ আর্চারি ওয়ার্ল্ড কাপ, স্টেজ-২‘। আসরে অংশগ্রহণের জন্য আগামীকাল (১৫ মে) ম্যানেজার প্রশিক্ষকসহ ৬ সদস্যের বাংলাদেশ আর্চারি দল কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে।

ছয় সদস্যের দলে রয়েছেন- তিনজন পুরুষ এবং একজন মহিলা আর্চার। এছাড়া একজন প্রশিক্ষক এবং ম্যানেজার রয়েছেন। পুরুষ আর্চাররা হলেন- মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং আব্দুর রহমান আলিফ। মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দিয়া সিদ্দিকী।

ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আর্চারি দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত এবং রিকার্ভ মহিলা একক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা আগামী ১৭ মে ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ১৪ মে ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।