গোপালগঞ্জ: গোপালগঞ্জে ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং গোপালগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে ২৭ ও ২৮ মে দুই দিনব্যাপী ৪১তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা শুরু হলো। এতে ১৪ ইভেন্টে ১৯টি দল অংশ নিয়েছে।
ওই ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সানজিদা খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ খান, নির্বাহী সদস্য রেজাউর রহমান এবং অ্যাডভাইজার শেখ সাজেদুলল্লাহ সাজু উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, এ প্রতিযোগিতায় ১৪ ইভেন্টে ৩ শতাধিক নারী-পুরুষ প্রতিযোগী অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআরএস