ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

খেলা

খুদে শিক্ষার্থীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মে ২৮, ২০২২
খুদে শিক্ষার্থীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সৌজন্যে গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী  বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৮ মে) জয়দেবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এই উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।  

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমাদের শিশুদেরও এমন ভাবে প্রস্তুত করতে হবে যেনো আমাদের শিশুরা মানুষের মতো মানুষ হয়ে তারাও বড় হয়ে অন্যকে সাহায্য করতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২৮, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।