ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

খেলা

এশিয়ান হকি ফেডারেশনের স্বীকৃতি পেলেন জিমি 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, মে ২৯, ২০২২
এশিয়ান হকি ফেডারেশনের স্বীকৃতি পেলেন জিমি  রাসেল মাহমুদ জিমি/সংগৃহীত ছবি

এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি এশিয়া কাপ হকি খেলার অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। এবার তার স্বীকৃতি পেয়েছেন এই খেলোয়াড়।

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) পক্ষ থেকে স্বীকৃতি দেয়া হয়েছে জিমিকে।

এশিয়ান হকির অভিভাবক সংস্থাটি রাসেল মাহমুদ জিমিকে প্রদান করেছে 'এএইচএফ মেরিট অব রিকগনিশন'।  

২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রথম খেলেছিলেন রাসেল মাহমুদ জিমি। এরপর থেকে ইন্দোনেশিয়ায় চলমান এশিয়া কাপ দিয়ে তিনি অংশ নিলেন টানা ৬ আসরে। এই কীর্তি এশিয়ায় অন্য কারো নেই।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শুরু করে ভারতের চেন্নাই, মালয়েশিয়ার কুয়ানতান ও ইপো এবং বাংলাদেশের ঢাকা হয়ে জিমি নিজের ষষ্ঠ এশিয়া কাপ খেলছেন এবার ইন্দোনেশিয়ার জাকার্তায়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।