আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে ফর্টিস এফসি। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দুই ম্যাচ হাতে রেখে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।
প্রিমিয়ার লিগে অংশ নেওয়া নিশ্চিত করতে বুধবার (০১ জুন) কারওয়ান বাজারের বিপক্ষে ফর্টিসের দরকার ছিল ন্যুনতম ড্র। তবে ম্যাচে ৫-০ ব্যবধানের বড় জয় তুলে নিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন হাসানুজ্জামান। বাকি দুই গোল জিকু ও বোরহানের পা থেকে এসেছে।
আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হবে দুই দলের, আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নতি হবে দুটি দলের। সেক্ষেত্রে ফর্টিসের পাশাপাশি চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আরও একটি দল প্রিমিয়ার লিগে জায়গা করে নেবে। পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে থাকায় বেশ এগিয়ে আছে আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। ১৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৬। তৃতীয় স্থানে থাকা নফেল স্পোর্টিং ক্লাবের সংগ্রহ ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুন ০১, ২০২২
এআর/এনএসআর