ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেশন্স লিগে ড্র’য়ের রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২২ ঘণ্টা, জুন ১২, ২০২২
নেশন্স লিগে ড্র’য়ের রাত

নেশন্স লিগে আজ রাতে চারটি ম্যাচ আয়োজিত হয়েছে। চারটিট ম্যাচের ফলাফলই কাকতালীয় ভাবে ড্র হয়েছে।

ইংল্যান্ড-ইতালির হাইভোল্টেজ ম্যাচ শেষ হয়েছে গোলশূণ্য ড্রতে। ১-১ গোলে ড্র করেছে হাঙ্গেরি-জার্মানি।

অন্যম্যাচে ১-১ গোলে ড্র করেছে ওয়েলস এবং বেলজিয়ামও। পোল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।

পুরো ম্যাচেই ইতালির চেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড তবে শেষ পর্যন্ত গোলের দেখা মিললো না তাদের। গোলমুখে ১২টি শট নিয়েছিল ইংল্যান্ড। তবে গোলে রুপান্তর করতে পারেনি একটিও। অন্যদিকে আট বার গোলে শট করেছিল ইতালি। তবে ইংল্যান্ডের রক্ষনে চিড় ধরাতে পারেনি তারা। এই ড্রয়ের ফলে গ্রুপের শীর্ষে রয়েছে ইতালি। এবং নার নম্বরে রইলো ইংল্যান্ড।

ইংল্যান্ডকে হারিয়ে বিস্ময় জাগানো হাঙ্গেরি এবারও উপহার দিল আত্মবিশ্বাসী ফুটবল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত কাটিয়ে উঠলেও জয়সূচক গোলের দেখা আর পেল না জার্মানি। টানা তৃতীয় ড্রয়ের হতাশায় মাঠ ছাড়ল হান্স ফ্লিকের দল। ম্যাচের মাত্র ৬ মিনিয়ে সল্ট নেগির গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। এরপর জোনাস হফম্যানের ৯ মিনিটের গোলে সমতায় ফেরে জার্মানি। এরপর আর এই ব্যাবধান বাড়াতে দেয়নি হাঙ্গেরি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮ এবং ৫৪ মিনিটে ম্যাটি ক্যাশ এবং জেলোনস্কির  গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল পোল্যান্ড। তবে  ৫১ এবং ৫৪ মিনিটে ক্লাসেন এবং ডামফ্রির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।  ওয়েলসের বিপক্ষে ইউরি টালিসম্যানের গোলে এগিয়ে গিয়েছিল বেলজিয়াম। দবে শেষ মুহুর্তে জনসনের গোলে রক্ষা হয় ওয়েলসের।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, জুন ১২, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।