বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় পাঁচ দিনব্যাপী আবাসিকভাবে আর্চারি কোচেস ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। টঙ্গিতে আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ (২১ জুন) সকাল ৯টায় কোর্সটি শুরু হয়েছে।
প্রতিদিন সকাল ০৮ টা ৩০ মিনিট হতে বিকেল ৫টা পর্যন্ত (মধ্যাহ্নভোজের বিরতি থাকবে) কোর্স অনুষ্ঠিত হবে। কোর্স কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বিকেএসপি’র আর্চারি প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান জনাব মো. নূরে আলম। সহকারী কোর্স কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নিবন্ধিত আর্চারি প্রশিক্ষক জনাব মো. আবু সাঈদ ভূঁইয়া।
দেশের ২১ জন প্রশিক্ষক উক্ত ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করছে। কোর্সটি আগামী ২৫ জুন ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭২২, জুন ২১, ২০২২
এআর