ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিদে থেকে সিএম হচ্ছেন সাকলাইন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ফিদে থেকে সিএম হচ্ছেন সাকলাইন

ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ-২০২২ ওপেন অনূর্ধ্ব-১২ স্ট্যান্ডার্ড বিভাগে বাংলাদেশের সাকলাইন মোস্তফা সাজিদ রৌপ্য পদক জয় করেছেন। ফলে ফিদে থেকে ক্যান্ডিডেট মাস্টার (সিএম) টাইটেল পেতে যাচ্ছেন তিনি।

সাকলাইন ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে সরাসরি এই টাইটেল পাচ্ছেন।

ওপেন অনূর্ধ্ব-১২ ব্লিটজ বিভাগেও কৃতিত্ব দেখান এই দাবাড়ু। তিনি ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। তবে ওপেন অনূর্ধ্ব-১২ র‌্যাপিড বিভাগে সাকলাইন অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন। তিনি ৭ ম্যাচে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ হয়েছিলেন।

এদিকে ওপেন অনূর্ধ্ব-১৪ র‌্যাপিড বিভাগে মো. সাজিদুল হক ৭ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।

অপরদিকে বাংলাদেশকে কাঙ্ক্ষিত পদক উপহার দিয়েছেন ওয়ারসিয়া খুশবু। তিনি অনূর্ধ্ব-১০ র‌্যাপিড বালিকা বিভাগে ৭ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে চ্য্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি স্বর্ণপদক জয় করেন।

ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে এশিয়ার ৯টি দেশের ১৫০ জন খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।