ভালো কিছু করার প্রত্যয় নিয়ে কমনওয়েলথ গেমসে অংশ নিতে যান সুরো কৃষ্ণ চাকমা। সাম্প্রতিক পারফরম্যান্সও ছিল আশা জাগানিয়া।
জানা গেছে, ম্যাচের আগে শারীরিকভাবে ফিট না থাকায় কৃষ্ণাকে বক্সিং রিংয়ে নামার অনুমতি দেয়নি আয়োজক কমিটি।
সুরো কৃষ্ণের লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬০-৬৩.৫ কেজি) খেলার কথা ছিল। রিংয়ে নামতে না পেরে হতাশা প্রকাশ করেছেন সুরো। তার দাবি, সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে মেডিকেল টেস্ট দিলে সমস্যা হয়নি তার। কিন্তু প্রেশার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বেশি আসলে খেলার অনুমতি মেলেনি। যদিও কিছুক্ষণ পর ফের তার প্রেশার স্বাভাবিক হয়ে যায়।
কৃষ্ণ না পারলেও বাংলাদেশের অন্য দুই বক্সারের আজ রিংয়ে নামবেন। সেলিম হোসেন অংশ নেবেন ফেদারওয়েইট (৫৪-৫৭ কেজি) ওজন শ্রেণিতে ও হোসেন আলী ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬৩.৫-৬৭কেজি)।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
এমএইচএম