ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন সবুজ দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, সেপ্টেম্বর ১৯, ২০২২
ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন সবুজ দল ছবি: শোয়েব মিথুন

মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে আজ ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।  

ফাইনাল ম্যাচে (বাংলাদেশ হকি ফেডারেশন) বাহফে সবুজ দল ৩-০ গোলে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

২১ মিনিটে সোনিয়া খাতুনের ফিল্ড গোলে এগিয়ে যায় সবুজ দল। এরপর ২৪ এবং ৫৯ মিনিটে তামান্না আক্তারের দুটি ফিল্ড গোলে জয় নিশ্চিত করে সবুজ দল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়াও হকির অন্যান কর্মকর্তাবৃন্দ উস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।