শুরু থেকেই ঝড় তুললেন দুই ওপেনার। ফিন অ্যালেনকে ফিরিয়ে কিছুটা স্বস্তি এনে দিলেন শরিফুল ইসলাম।
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সামনে ২০৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে এই লক্ষ্য দেয় কিউইরা।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় নিউজিল্যান্ড। ৩ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৩২ রান করে শরিফুল ইসলাম বলে ফিন অ্যালেন ফিরলে এই জুটি ভাঙে।
এরপর মার্টিন গাপটিলের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। তাদের এই জুটি ভাঙে এবাদত হোসেনের বলে ২৭ বলে ৩৪ রান করে গাপ্টিল আউট হলে। কিছুক্ষণ পর ৫ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৮ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন কনওয়ে।
কিউইদের হয়ে ইনিংসের শেষ টানেন গ্লেন ফিলিপস। ৫ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৬০ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন এবাদত ও সাইফউদ্দিন।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২২
এমএইচবি