ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সারাদেশে বন্ধ থাকা সুইমিংপুল ফের চালুর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
সারাদেশে বন্ধ থাকা সুইমিংপুল ফের চালুর সুপারিশ

ঢাকা: সারাদেশে বন্ধ থাকা সুইমিংপুলগুলোর বিদ্যমান সমস্যা সমাধানের মাধ্যমে পুনরায় চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি এবং আব্দুস সালাম মূর্শেদীএতে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ উশু (আত্নরক্ষামূলক চাইনিজ মার্শাল আর্ট) ফেডারেশনের সার্বিক কার্যক্রম এবং বিগত ২৫তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ উশু ফেডারেশন এর জন্য একটি নিজস্ব প্রশিক্ষণ ভেন্যু স্থাপনের জন্য সুপারিশ করেছে কমিটি।

এছাড়া ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের অটো টাইমিং স্কোরিং বোর্ডের কার্যকারিতা পরীক্ষার জন্য বুয়েট থেকে বিশেষজ্ঞ নিয়োগের মাধ্যমে রিপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি সারা দেশে বন্ধ থাকা সুইমিংপুলগুলোর বিদ্যমান সমস্যা সমাধানের মাধ্যমে পুনরায় চালু করে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের মাধ্যমে আয় বাড়ানোর ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন সংস্থার প্রধানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২২
এসকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।