মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অকালে ঝরে গেছে বহু শিক্ষার্থীর প্রাণ। সোমবার দুপুর গড়িয়ে বিকেলের দিকে একে একে আসে কোমলমতি শিক্ষার্থী প্রাণহানির খবর।
সোমবার (২১ জুলাই) বিকেল থেকেই দাবি ওঠে পরীক্ষা স্থগিতের। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা, এমনকি মধ্যরাতেও প্রশাসনের মন গলেনি। মধ্যরাতে রাস্তায় নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবশেষে রাত ৩টায় স্থগিত করা হয় এইচএসসি পরীক্ষা। সেই সিদ্ধান্ত আবার জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। এমন অবস্থায় শিক্ষা বিভাগের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে।
এমন সমন্বয়হীনতা ও অদূরদর্শিতার কারণে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা সচিবালয়ে জোর করে ঢুকে পড়ায় সচিবালয় ও আশেপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী।
গভীর রাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা নিয়ে শিক্ষাখাতের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা প্রকাশ পেয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সরিয়ে দেওয়া মানে সমন্বয়হীনতা এখন প্রকাশ্য।
এ বিষয়ে অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, সরকার যখন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তখনই এইচএসসি পরীক্ষা স্থগিত করা উচিত ছিল। এই পরীক্ষা নিয়ে শেষ রাতে সিদ্ধান্ত জানানো মানে সমন্বয় নেই। বাচ্চাদের সচিবালয়ে মারপিট করা হয়েছে বলে দেখেছি। আমরা চাই বাচ্চাদের নিরাপদ পরিবেশ।
পরীক্ষার্থীরাই পরীক্ষা বর্জনের ডাক দেয়
সোমবার উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের পর মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। পরীক্ষার্থীরা এই শোকের মধ্যে সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত চায়। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না হওয়ায় ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। মধ্যরাতে একের পর কলেজের শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে পরীক্ষা বর্জনের ডাক দেয়। ঢাকার সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। নটরডেম কলেজ, আইডিয়াল কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের ব্যানারে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ডাক দেয়। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকেও শিক্ষার্থীরা মঙ্গলবারের পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানিয়েছে। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের বড় একটি প্ল্যাটফর্ম হলো এই কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
রাত ৩টায় সিদ্ধান্ত জানায় তথ্য মন্ত্রণালয়
সোমবার দিবাগত রাত ৩টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। সাংবাদিকদের জন্য তথ্য মন্ত্রণালেয়ের একটি গ্রুপে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা।
আর তার আগে পৌনে ৩টার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার ব্যক্তিগত ফেসবুক পেজে পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানান। পরে তিনি সেটি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন। প্রায় একই সময়ে স্থানীয় সরকার উপদেষ্টা পরীক্ষা স্থগিতের বিষয়টি ফেসবুকে জানান।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই দুর্ঘটনার কারণে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় ২২ জুলাই (মঙ্গলবার) অনুষ্ঠেয় সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।
আর ২২ জুলাইয়ের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
রাজি হননি সচিব!
মধ্যরাতে যখন শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত করা নিয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন তখন অনেকেই ফেসবুকে লিখেছেন যে, শিক্ষা উপদেষ্টা চাইলেও শিক্ষা সচিব পরীক্ষা স্থগিত করতে রাজি হননি। পরে দুই উপদেষ্টার অনুরোধে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রবাসী সাংবাদিক পিনাকী ভট্টাচার্য রাতেই ফেসবুকে এ বিষয়ে লেখেন, “আমি ইউজুয়ালি উপদেষ্টাদের ফোন করি না। আজকে দুর্ঘটনার সাথে সাথেই আবরার (শিক্ষা উপদেষ্টা) ভাইকে ফোন দিয়ে বলছি পরীক্ষা স্থগিত করে দেন। তখন বাংলাদেশ টাইম বেলা তিনটা হবে। উনি বললেন দেখতেছি। আমি কল্পনাও করি নাই এই সিদ্ধান্ত উনি নিতে পারবেন না। পরে জানলাম, শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি নাই। তাইলে আবরার ভাই কেন শিক্ষা উপদেষ্টা থাকবেন। শিক্ষা সচিবকে উপদেষ্টা বানায়ে দিলেই হয়। শিক্ষা সচিবকে কালকে সচিবালয় থিকা ঘাড় ধা/ক্কা দিয়া বাইর করে দিবেন। পরীক্ষা স্থগিত করলেও এই কাজ করবেন। আমি ক্যান গালাগালি করি এইবার বুচ্ছেন তো?”
মঙ্গলবার বিকেল ৩টার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ফেসবুকে লিখেন যে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন হয়নি।
মাইলস্টোনে তোপের মুখে শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সকালে গিয়েছিলেন মাইলস্টোন ক্যাম্পাসে। সেখানে শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিয়ে তোপের মুখে পড়েন তারা। এক পর্যায়ে দুজনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পুরে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাত সাড়ে ৭টায় তারা বের হন।
ক্ষোভ নিয়ে জোর করে সচিবালয়ে পরীক্ষার্থীরা
বেলা ২টার দিকে ঢাকা কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। পরে সেখানে বাধা অতিক্রম করে তারা সচিবালয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে বের করে দেয়। পরে গুলিস্তান এলাকায় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া একজন শিক্ষার্থী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানাতে কেন এত কালক্ষেপণ করা হলো সেজন্য তারা উপদেষ্টার পদত্যাগ চান। ওই শিক্ষার্থী বলেন, কাল মাইলস্টোনে এত বড় একটা ঘটনা ঘটলো। শিক্ষা উপদেষ্টাকে বিভিন্ন মহল থেকে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছিল। তিনি কথা শোনেননি। রাত ৩টায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। সে সময় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে পড়েছেন। উনি কার জন্য শিক্ষা উপদেষ্টা? আমরাই তাকে বসিয়েছি আমরাই তাকে ওঠাব।
২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত
আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। ওই দিনের পরীক্ষা পরবর্তী সময়ে জানানো হবে বলে আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমআইএইচ/এমজেএফ