ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাথুরুকে ‘প্ল্যানিংয়ের মাস্টার’ বললেন সুজন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
হাথুরুকে ‘প্ল্যানিংয়ের মাস্টার’ বললেন সুজন

তিন ফরম্যাটের হেড কোচের দায়িত্ব নিতে আজ রাতেই বাংলাদেশে আসবেন চন্ডিকা হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজ থেকেই কাজ শুরু করবেন তিনি।

তার ফেরা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা চলছে। তবে বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে, হাথুরু 'প্ল্যানিংয়ের মাস্টার'। লঙ্কান কোচের অধীনে জাতীয় দল বড় কিছু করবে বলেই বিশ্বাস সুজনের।  

আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাথুরুর ভূয়সী প্রশংসা করেন সুজন। তিনি বলেন, 'হাথুরু অনেক বড় চিন্তা করে। আমরা সবাই জানি, হাথুরু গুড প্ল্যানার। সত্যি বলতে, প্ল্যানিংয়ের মাস্টার সে। কারণ উনি অনেক বড়টা দেখতে পারেন, দূরেরটা দেখতে পারেন। '

ওয়ানডেতে বাংলাদেশ বেশ সফল দল। সামনের বিশ্বকাপও হবে এই সংস্করণে। প্রিয় ফরম্যাটের বৈশ্বিক লড়াই সামনে রেখে হাথুরুর অধীনে জাতীয় দলের প্রস্তুতি এবং প্রত্যাশা কেমন হবে; এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, 'ওয়ানডে বিশ্বকাপ মানেই আমাদের জন্য মূল সংস্করণ। আমি তো চাই, আমরা এখানে ভালো খেলি। যেটা করতে পারিনি এখন পর্যন্ত, সেরকম করতে চাই। ভালো কিছু করতে চাই। যেরকম বললাম, আমরা চ্যাম্পিয়ন হতে চাই। '

'প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনালে যেতে চাই। নক আউট স্টেজে গিয়ে সবসময় চান্স থাকবে... নির্দিষ্ট দিনে ভালো খেললে সামনে এগিয়ে যাওয়ার, সেমি-ফাইনাল ও ফাইনাল খেলার। আমার কথা হচ্ছে, হাথুরুর কোচিংয়ে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এবং আমাদের কতটা উন্নতি হয়। আমরা এখন ওয়ানডেতে খুব অভিজ্ঞ একটা দল। এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। অনেক দিন ধরে এটাতেই ভালো করছি। এই ভালোটা কীভাবে আরও ওপরে যাওয়া যায় সেটাই লক্ষ্য থাকবে। '

ভারতে বিশ্বকাপের কথা মাথায় রেখে ঘরে প্রস্তুতির জন্য সম্ভাব্য উইকেট নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'আইসিসি টুর্নামেন্ট মানেই ভালো ব্যাটিং উইকেট। আমাদের লং টার্ম প্রসেসটা চিন্তা করতে হবে। সিরিজ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আত্মবিশ্বাস তৈরি করে। তবে লং টার্ম চিন্তা করে, বিশ্বকাপের কথা মাথায় রেখে, ভালো কিছু করতে চান, তাহলে প্রসেসটা ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে উইকেটও একটা ফ্যাক্টর থাকবে। এখন থেকেই একটা ফ্ল্যাট ব্যাটিং উইকেটে কীভাবে আমাদের বোলাররা প্রতিপক্ষকে আটকাচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। হাথুরু আসুক। যদিও ইংল্যান্ড সিরিজটা খুব কাছে। এর মধ্যে কতটুকু সিদ্ধান্ত নেওয়া যাবে জানি না। '

বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে ভালো করবে, এমনটাই বিশ্বাস সুজনের। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'অবশ্যই প্রধান কোচ আসছে, সে প্ল্যান করবে, কীভাবে তার দলকে দেখতে চায়। এটা ওর ওপরেই থাকবে। আমরা বোর্ডের থেকে এক্সপেক্টেশন... আমরা জানি হাথুরুর কী কোয়ালিটি, হাথুরু কীভাবে কাজ করেছে আমরা জানি। আমরা চাই সে কাজটাই ও করুক। এখন আরও পরিণত দল পাচ্ছে, এই দলটাকে কীভাবে আরও সামনের দিকে যেতে পারে, আমরা বিশ্বাস করি সেটা সে পারবে। '

হাথুরুর কোচিংয়ে (২০১৫) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। এবার তার নিজের পারফরম্যান্সটা ছাড়িয়ে যাবেন এমন প্রত্যাশা সুজনের, 'অবশ্যই আমরা চাইব সে নিজেকে ছাড়িয়ে যাক। তখনকার সাকিব-মাহমুদউল্লাহ... দুজন মিলে যে ম্যাচ জিতিয়েছিল, এখন তো তারা আরও অনেক পরিপক্ব, ঠিক না? এখন তরুণরাও অনেক পরিণত হয়েছে, ভালো দল হয়েছে। আমরা অবশ্যই চাই। আমি চাই না যে ওর ওপর চাপিয়ে দিতে। তবে আমি জানি যে, হাথুরু যেমন মানুষ, ও নিজেই চাইবে। ও আসার আগেই সেভাবে প্ল্যান করে আসছে, কীভাবে সে দলটাকে গোছাবে। '

হাথুরু আসার পর সময়ক্ষেপণ করবেন না। পরদিনই শুরু করবেন ক্যাম্পিং। সুজন অন্তত এমনটা জানালেন। তিনি বলেন, 'কালকে থেকেই মনে হয় কাজ শুরু করবে হাথুরু। আমি তো খুব ইতিবাচক ও আসছে। ও আসলে যেখানে আমরা আছি, সেখান থেকে সামনে যাব। আগেরবার সে তেমন অভিজ্ঞ দল পায়নি। কিন্তু ওই দলটাকে হাথুরু একটা ড্রাইভিং ফোর্স বানিয়েছিল, সেখানে আমরা ম্যাচ জিততে শুরু করেছিলাম, ড্রেসিংরুমে কালচার পরিবর্তন হয়েছিল। অনেক পরিবর্তন এসেছিল। এখন তো হাথুরু একটা পরিপক্ক দল পাবে, সে নিজেও এখন অনেক পরিপক্ক কোচ, সে হিসেবে তার অধীনে আমরা আরও ভালো কিছু করব, বাংলাদেশের আরও বড় সাফল্য আসবে সেটাই বিশ্বাস করি আমি।

হাথুরু কাজ শুরুর পর টিম ডিরেক্টর হিসেবে সুজনের ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সুজন নিজে তা নাকচ করে দিলেন। অন্তত ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ফেরার সম্ভাবনা নেই বলেই জানালেন তিনি, 'না! আমার মনে হয় না। এটা যেহেতু হোম সিরিজ. হোম সিরিজে যেহেতু আমরা সবাই থাকি, আমার মনে হয় হোম সিরিজে থাকব। এই সিরিজটা যাক, তারপর দেখা যাবে। হোম সিরিজে এখানে সবাই আছি বোর্ডের, সবাই সাহায্য করতে পারবে। আমি মনে হয় না এই সিরিজে ফিরব। '

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।