ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কখনো এমন অনুভব করিনি’- সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্নে হাথুরু

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
‘কখনো এমন অনুভব করিনি’- সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্নে হাথুরু ছবি: শোয়েব মিথুন

চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর থেকেই অনেক প্রশ্ন জমা হয়েছিল। কেন ফিরলেন, কী করবেন এসব ভাবনার সঙ্গে ছিল অতীতও।

আগের মেয়াদে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি হাথুরুসিংহের। যাওয়ার সময় তিনি তুলে গিয়েছিলেন নানা প্রশ্নও।  

এমনকি তখন শোনা গিয়েছিল, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেকের ফোনেও সাড়া দেননি। যাওয়ার সময় হাথুরুসিংহে প্রশ্ন তুলে গিয়েছিলেন আরও একটি ব্যাপারেও। দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ‘দল ও দেশের প্রতি দায়বদ্ধতা বা দায়িত্ববোধ’ নিয়ে।  

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের হেড কোচ হওয়ার পর বুধবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। শেষদিকে গিয়েই তাকে করা হয় প্রশ্নটি- সাকিব তো এখন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কও, এমন একজনের সঙ্গে কাজ করা কতটা কঠিন? হাথুরু শুরুতে বুঝেও যেন বুঝলেন না প্রশ্নটি, ‘এটা আমি প্রথম শুনলাম। সে কমিটমেন্ট না, নাকি কি?’ 

তাকে এরপর মনে করিয়ে দেওয়া হলো- ২০১৭ সালে আপনি যাওয়ার সময় সাকিব আল হাসানের দল ও দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এরপর তিনি বলেছেন, ‘আমি কখনো এটা শুনিনি, এমন কিছু অনুভবও করিনি। ’

আগেরবার হাথুরুসিংহে জন্ম দিয়েছিলেন নানা বিতর্কেরও। এর মধ্যে ছিল সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কে অবনতির ব্যাপারটি। এবারও যখন হাথুরু ফিরছেন, ঘুরেফিরে আসছে প্রসঙ্গটি। এবার কি সম্পর্ক ঠিকঠাক থাকবে সিনিয়রদের? এমন প্রশ্নের জবাবে লঙ্কান কোচ বলছেন, ‘দলই আগে’।  

সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা চ্যালেঞ্জ কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নাহ, একদমই না। আমি ইতোমধ্যেই সব সিনিয়রের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয় সবার ফোকাস একটা ব্যাপারেই, দল এক নম্বরে রাখা। সবাই চায় দল ভালো করুক। এমনকি শেষবারও কোনো খেলোয়াড়ের সঙ্গে কোনো চ্যালেঞ্জ ছিল না আমার। চ্যালেঞ্জ ছিল দলের সবার নজর দল ভালো করায় রাখা। তো আমার মনে হয় না এটা চ্যালেঞ্জ হবে। ’ 

‘যখন এই চাকরি নেওয়ার ব্যাপারে ভেবেছি, বড় চিত্র দেখেছি। শেষবার যখন বাংলাদেশে এসেছিলাম, তখন অনেকের সঙ্গে নিজেকেও দেখাতে হতো আন্তর্জাতিক পর্যায়ে পারবো। জানতাম না কোথায় এসেছি। এবার জানি বাংলাদেশের ক্রিকেট কীভাবে কাজ করে, এখন আমি নিজের ব্যাপারেও জানি। এখন অনেক বেশি অভিজ্ঞও। ’

হাথুরুসিংহেকে নিয়ে আগেরবার মিথের কমতি ছিল না এমনিতে। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের অবনতি ছাড়াও ছিল নানা প্রশ্ন। এখনও কি আগের মতোই থাকবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগের চেয়ে কিছুটা বয়স বেড়েছে। তাই কিছুটা আলাদা হয়তো হবো। ’

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।